আবার একবার বোমা ফেটে শিশু আহতের ঘটনায় আতঙ্ক ছড়াল

1 min read

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ নির্বাচনী প্রস্তুতির মাঝেই বিপত্তি৷ খেলতে গিয়ে শিশু বোমা ফেটে জখম হচ্ছে, বা প্রাণ হারাচ্ছে গত কয়েক মাসে এমন ঘটনা আকছার ঘটতে দেখা গিয়েছে। তবে নতুন বছরে যে এমন ঘটনা ফের ঘটবে তা কেউ ভাবতেও পারেননি। উত্তরবঙ্গের মাথাভাঙায় বোমা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি চতুর্থ শ্রেণির এক শিশু। আহত শিশুর নাম সুজন বর্মণ।

রাস্তায় থাকা কালভার্টের নীচে খেলছিল সে। এরপর সেখানে একটি লুকিয়ে রাখা বোমা দেখে সেটি নিয়ে খেলতে শুরু করে সুজন। আসলে সুজন বুঝতে পারেনি যে সেটি বোমা, ও ভেবেছিল বল। এরপরই বিকট শব্দে ফেটে যায় বোমাটি। তাতে গুরুতর জখম হয়ে সুজন হাসপাতালে ভর্তি। যথারীতি ঘটনাটি নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক আধিকারিকদের বলেছেন বোমা-বন্দুক মুক্ত রাজ্য করতে হবে। জেলাভিত্তিক আগ্নেয়াস্ত্র কোথায় কোথায় রয়েছে তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে করা রাজ্য পুলিশের কাছে রীতিমতো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষ চাইছেন রাজ্যকে দ্রুত বোমা-গুলি-বন্দুক মুক্ত করুক পুলিশ। যেভাবে জায়গায় জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটছে তাতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শঙ্কিত সবাই। তাই সেই কাজে কতটা সফল হবে পুলিশ সেটাই এখন তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

You May Also Like