একের পর এক দুর্নীতি, আটাকলে হানা ইডির

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুরের আটাকলে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

ইতিমধ্যেই আটাকল এবং আটাকল মালিকের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। জানা যাচ্ছে, ২০২০ সালের অক্টোবর মাসে বসিরহাটের গোজাডাঙ্গা থেকে বাজেয়াপ্ত হয়েছিল প্রচুর ট্রাক ভর্তি গম। ১৭৫টি ট্রাক থেকে প্রায় ৫ হাজার ১০১ মেট্রিক টন গম বাজেয়াপ্ত করা হয়েছিল।

বাংলাদেশে পাচারের আগেই বসিরহাট থানার পুলিশ সেই গম বাজেয়াপ্ত করে। সেই গম পাঠানো হয়েছিল বাকিপুরের চালকল-সহ মোট চারটি মিলে। তালিকায় এই বনগাঁর রাধাকৃষ্ণ আটা মিলও ছিল। ১ হাজার ৬৫২ মেট্রিক টন গম পাঠানো হয়েছিল এই আটাকলে। রাধাকৃষ্ণ আটাকলের ভূমিকা কী ছিল, তা জানতে এবার সরাসরি মাঠে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

You May Also Like