বন্ধ হয়ে যেতে পারে রেশন, বড় হুঁশিয়ারি

0 min read

তবে কি এবার বড় বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার? বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, ইত্যাদি পেয়ে থাকে।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, সমস্যা না মিটলে ডিসেম্বর মাস থেকে বাংলার রেশন ডিলাররা আর রেশন পরিষেবা দেবেন না।’ পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে।

বিগত বেশকিছু মাস থেকেই রেশন ডিলারদের কমিশন বাড়ানোর জন্য সোচ্চার হয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। দাবি, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হলেও তাদের কমিশন যা ছিল তাই থেকে গেছে। রেশন সামগ্রীর হ্যান্ডলিং লসের টাকাও অনেক ক্ষেত্রে ঠিকঠাক পাওয়া যায় না। তাদের দাবিদাওয়া মিটলে তবেই ডিসেম্বরে রেশন পরিষেবা চালু রাখা হবে, নয়ত সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

You May Also Like