উদ্ধার হওয়া তিনটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল একটির

0 min read

বেঙ্গল সাফারি পার্কে পাচারের আগে উদ্ধার হওয়া তিনটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল একটির৷ বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে,বেঙ্গল পার্ক কর্তৃপক্ষ ওই ক্যাঙ্গারুটির নাম রেখেছিল লুকাস।

উদ্ধার হওয়ার পর থেকেই লেজার ক্যাটের এনক্লোজারে আইসোলেশনে রেখে ওই তিনটি ক্যাঙ্গারুর চিকিৎসা চলছিল। কিন্তু লুকাস সব থেকে বেশি অসুস্থ ছিল। দীর্ঘ পথ গাড়িতে যাত্রা করার জন্য সে অপুষ্টি জনিত রোগে ভুগছিল।

পশু চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, অপুষ্টির কারণে ওই ক্যাঙ্গারুটি মিয়োপ্যাথি নামে রোগে আক্রান্ত হয়েছিল। এরপর এদিন সকালে ওই ক্যাঙ্গারুটি মারা যায়। পার্কেই সেটির দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। শনিবার ওই ক্যাঙ্গারুটির ময়নাতদন্তের রিপোর্ট মিলবে বলে জানা গিয়েছে।

You May Also Like