পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন প্রখ্যাত পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা

0 min read

পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন প্রখ্যাত পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা। পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। শুক্রবারই সেই নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর নাম ঘোষণার পরই উচ্ছ্বসিত একলব্য শর্মা।
মূলত হিমালয় ও হিমালয় পাদদেশের পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে গবেষণায় তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
একলব্য শর্মার জন্ম কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের সেন্ট আলফানসো স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তারপর উচ্চশিক্ষার জন্য চলে যান বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখান থেকে পিএইচডি করেন তিনি। তারপর নেপালের কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টে ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে ছিলেন৷ তারপর সিকিমের জিবি পান্ট ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্ট মুখ্য গবেষক পদ সামলান। এছাড়াও তিনি ইন্ডিয়ান সায়েন্স একাডেমির একজন অন্যতম গবেষক। পরে তিনি দিল্লির টেরি ইউনিভার্সিটির উপাচার্য পদও সামলেছিলেন। বর্তমানে তিনি উত্তরাখন্ডের জিপি পান্থ ইউনিভার্সিটি অফ ন্যাশনাল ইনিস্টিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্টের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টের মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন।
শনিবার সকালে একলব্য শর্মাকে শুভেচ্ছা জানান, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বর্তমানে শিলিগুড়ি পৌরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
একলব্য শর্মা জানান, পাহাড়ের বাস্তুতন্ত্র নিয়ে খেলা করা উচিৎ নয়। পাহাড় পৃথিবীর খুব সংবেদনশীল অংশ। সিকিমেত মতো ঘটনা থেকে তা শিক্ষা নেওয়া উচিৎ।

You May Also Like