শিলিগুড়িতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করলেন পাপিয়া ঘোষ

1 min read

শিলিগুড়িতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এদিন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে মন্দিরে পুজো দেন তিনি। এরপর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের হাই মাদ্রাসা স্কুলে যান। স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন পাপিয়া ঘোষ।

এদিনের এই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে পাপিয়া ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বোরো চেয়ারম্যান মিলি সিনহা, প্রতুল চক্রবর্তী,কমল আগরওয়াল, মিলন দত্ত, সন্তোষ সাহা, অসীম অধিকারী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
জানা গেছে, এদিন ৬,৭,৮,৯,১০,১১,২৫,২৬নং ওয়ার্ডে আজ ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলবে।

You May Also Like