চাকরি হারিয়েও প্রায় ৪ কোটি মালিক হতে চলেছেন পরাগ

1 min read

বহু চর্চার পর অবশেষে বদলে গেলো মালিকানা। অবসান হলো বহু দিন ধরে চলতে থাকা বহু জল্পনার। বিগত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, টুইটার সফটওয়্যারের মালিক হলেন ইলন মাস্ক। আর তা কেনার পরেই, পূর্ব অনুমান মতোই চাকরি চলে গিয়েছে সিইও পরাগ আগরওয়ালের।

২০১১ সালে টুইটারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন পরাগ। ২০১৭ সালে সংস্থার ‘চিফ টেকনোলজি অফিসার’ বা সিটিও হয়ে যান তিনি। এরপর ২০২১ সালে সিইও পদে যোগ দেন। তবে চাকরি হারিয়েও কোনও ক্ষতি হবে না পরাগের। নিয়ম অনুযায়ী, মালিকানা বদলের ১২ মাসের মধ্যে যদি পরাগকে বরখাস্ত করা হয়, তা হলে প্রায় ৪ কোটি ২০ লক্ষ ডলার দিতে হবে তাঁকে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩৪৫ কোটি টাকারও বেশি। সেই টাকা এখন দিতে হবে সংস্থার নতুন মালিক ইলন মাস্ককেই।

এদিকে টুইটার অধিগ্রহণ করার পর ইলন মাস্ক টুইট করেন, ‘পাখি এখন মুক্ত’। সকলেই জানেন, টুইটারের লোগোতে নীল রঙের একটি পাখির ছবি রয়েছে। তবে আদতে ঠিক কী বলতে চাইলেন মাস্ক? আসলে অতীতে টুইটারকে ব্যবহার করে বহু বার অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। অশালীন মন্তব্য নিয়েও অনেক বিতর্ক। প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইলন মাস্ক। অনেকের মতে, ‘পাখি মুক্ত’ বলতে এই নিয়েই কিছু বার্তা দিতে চেয়েছেন তিনি।

You May Also Like