বির চিলারায়ে মূর্তি স্থাপনের কাজের পরিদর্শনে এলেন পার্থপ্রতিম রায়

0 min read

অসম থেকে কোচবিহারে ঢোকার মুখেই দেখতে পাওয়া যাবে বীর চিলা রায়ের মূর্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মোতাবেক প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ২.৫ টন ওজনের ২৪ ফুট লম্বা বীর চিলা রায়ের মূর্তি বসানোর কাজ চলছে কোচবিহার শহরের উপকন্ঠে বাবুরহাট চকচকা চেকপোস্টে।
এদিন শিল্পী তাপস বিশ্বাসকে নিয়ে এই মূর্তি স্থাপন করার কাজের পরিদর্শনে এলেন এনবিএসটিসির চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়।তিনি বলেন রাজার শহর কোচবিহার এই শহরকে ঘিরে হেরিটেজের কাজ চলছে।আজকে বির চিলারায়ের মূর্তি বসানোর কাজ চলছে কিভাবে কাজ চলছে সেই পরিদর্শনেই এসেছিলাম।তাছাড়াও তিনি জানান রাসমেলা উপলক্ষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে কোচবিহারবাসীর জন্য বিশেষ পরিষেবা দেওয়া হবে।

You May Also Like