বড় খবর: ভুবনেশ্বরের পথে পার্থর এয়ার অ্যাম্বুলেন্স!

1 min read

ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, এইমস হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হবে। আজ, সোমবার সকাল ৮টা ৩৬ নাগাদ পার্থকে নিয়ে রওনা দিল এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গে গেলেন এসএসকেএমে পার্থর চিকিৎসক ও তাঁর আইনজীবী। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে গঠিত হয়েছে একটি মেডিক্যাল টিম। পার্থ চট্টোপাধ্যায়ের টেস্টের যাবতীয় রিপোর্ট জমা করতে হবে আদালতে।

এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভর্তি মামলায় গতকাল,আদালতে একাধিক ইস্যু তুলে ধরেন ইডি-র আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকে বাছলেন অভিযুক্ত ? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা দিল্লি বা কল্যাণী এইমসেও হতে পারত। অভিযুক্তকে যদি হেফাজতেই না নিতে পারি, তাহলে নির্দেশ কার্যকর করব কীভাবে ? ইডি হেফাজতের পরই এসএসকেএমে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আমাদের বক্তব্য না শুনেই নির্দেশ দেয় নিম্ন আদালত। আমরা ১৪ দিনের হেফাজত চেয়েছিলাম, কিন্তু মাত্র ২ দিন দেওয়া হয়েছে। নির্দিষ্ট একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে না। এসএসকেএম ইডির সঙ্গে সহযোগিতা করছে না। ইডি অফিসরদের সঙ্গে দুর্ব্যবহার করছে।

 

ইডির আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেন, এসএসকেএম-কে এখন সেফ জোন মনে করছেন অনেকে। অনুব্রত বা মদন মিত্র যখন এসএসকেএম থেকে সার্টিফিকেট নেন তখন ঠিক থাকে তো? কল্যাণী এইমস এর প্রস্তাব আমি মানতে পারব না। কল্যাণী এইমস এর নিয়োগ নিয়ে তদন্ত চলছে। বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ আমি এই মুহূর্তে দেব না। ভুবনেশ্বর এইমস থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।

You May Also Like