বাতের রোগীদের বিকল্প হাঁটু প্রতিস্থাপন: ডা এন. নিশিকান্ত

1 min read

আংশিক হাঁটু প্রতিস্থাপন বা রিসারফেসিং (পিকেআর) হল বাতের রোগীদের হাঁটু প্রতিস্থাপনের বিকল্প। পিকেআর হল একটি অস্ত্রোপচার পদ্ধতি যা সম্পূর্ণ জয়েন্টের পরিবর্তে শুধুমাত্র জয়েন্টের রোগাক্রান্ত পৃষ্ঠকে পুনরুজ্জীবিত করে। পাটনার মেডিভারসাল হাসপাতালের চিকিৎসক ডা এন. নিশিকান্ত বলেন, আংশিক হাঁটু প্রতিস্থাপনের সুবিধা হল হাঁটুর স্বাস্থ্যকর অংশের ৫% সংরক্ষিত থাকে যা হাঁটুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। উল্লেখ্য, প্রায় ২০ – ৩০ % রোগী যাদের প্রকৃতপক্ষে অস্টিও আর্থ্রাইটিস থাকায়,কেবল আংশিক হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়। ডা নিশিকান্ত বলেন, আংশিক হাঁটু প্রতিস্থাপন ৪০এবং ৫০-এর থেকে অপেক্ষাকৃত কম বয়সী রোগীদের প্রথম বিকল্প হওয়া উচিত যাদের জয়েন্টের একটি অংশের ক্ষতি হয়। উল্লেখ্য,ডা  নিশিকান্ত হাঁটু এবং নিতম্ব প্রতিস্থাপনের প্রায় ১০,০০০ এরও বেশি সফল অস্ত্রোপচার করেছেন।

You May Also Like