বৃষ্টির সম্ভবনা রাজ্যের বেশ কিছু জেলায়, তবে ভিজবেনা তিলোত্তমা

1 min read

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের পূর্বাভাস, আজ ৩ নভেম্বর থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতেও হানা দিতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের একাধিক জেলায়ও বৃষ্টির সম্ভাবনা।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী ৪ তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। তবে আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে। এই কয়েকদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

You May Also Like