বাড়তে থাকা শীতের মাঝে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা

1 min read

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু অন্যদিকে মকর সংক্রান্তির আগে কোথাও যেন শীত উধাও হয়ে গিয়েছিল৷ মকর সংক্রান্তির আগে কলকাতা এবং সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী।

কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নিম্নমুখী হয়েছে। এর উপর বুধবার রাজ্যের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে তৈরি হচ্ছে জলীয় বাষ্প। ফলে হালকা বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়।

দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার পাশাপাশি, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়৷ সেই সঙ্গে উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে বলেও পূর্বাভাস জারি করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

You May Also Like