উদ্বোধন হতে চলেছে রাম মন্দির

0 min read

অবশেষে অবসান ঘটতে চলছে দীর্ঘ প্রতীক্ষার। আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। উদ্বোধনী অনুষ্ঠানে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রাম জন্মভূমিকে নিয়ে এখন উন্মাদনা গোটা বিশ্বের। মন্দিরে অভিষেক হবে রামের বিগ্রহের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। এরই মধ্যে প্রকাশ্যে এল মন্দিরের গর্ভগৃহে বসানো রামের প্রথম ছবি। ৫১ ইঞ্চি রাম লালার মূর্তিটি তৈরি করেছেন মাইসুর বাসিন্দা, কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ।

পাঁচ প্রজন্মের বিখ্যাত ভাস্করদের পরিবারের অরুণ যোগীরাজ বর্তমানে দেশের সবচেয়ে প্রতিভাবান ভাস্কর বলে জানা গিয়েছে। যদিও, প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তির মুখ এখনও ঢাকা রয়েছে। মাকরানা পাথর দিয়ে তৈরি রামলালের আসনটি ৩.৪ ফুট উঁচু। ২২ জানুয়ারি অনুষ্ঠানের পরদিন মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

You May Also Like