ইঁদুরে নষ্ট করে দিচ্ছে জমির আলু,দিশেহীন চাষিরা

0 min read

ইঁদুরে নষ্ট করে দিচ্ছে জমির আলু, কেটে ফেলছে আলু গাছ এবং গর্তের ভেতরে লুকিয়ে রাখছে সদ্য ফলন্ত আলু।এরই ফলে দিশেহীন চাষিরা। সেরকমই জলপাইগুড়ি সদর ব্লকের প্রসন্ননগর পাড়ার চাষী কিশোর কুমার বাড়ুরী জানান এবছর তিনি তার নিজস্ব দু বিঘা জমিতে জ্যোতি আলু চাষ করেছেন। কিন্তু আলু পুরোপুরি বৃদ্ধি না হতেই ইঁদুরের অত্যাচার শুরু হয়েছে। তিনি আরো বলেন একদিকে ইঁদুর আলু গাছ কেটে দিচ্ছে অন্যদিকে গর্ত করে লুকিয়ে রাখছে উৎপাদিত  আলু। তাই দিশাহীন হয়ে পড়েছি আমরা। তিনি আরো বলেন এভাবে ইঁদুরে অত্যাচার করতে থাকলে আমাদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে।

You May Also Like