নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি, সংখ্যা বাড়ল আরও

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে টেট ফেল করেও চাকরি পেয়েছিল আরও ৯৬ জন!

হাইকোর্টে পেশ করা সিবিআইয়ের রিপোর্ট কার্যত মেনে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে ২৬৫ জন টেট ফেল ব্যক্তির চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। যদিও ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ওএমআর শিট ডিজিটাইজড নিয়ে তদন্ত করে আগামী ১০ অক্টোবর তার রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্ষদকে সমস্ত ধরনের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ অক্টোবর।

You May Also Like