K-POP ইভেন্টের আঞ্চলিক রাউন্ড শুরু

Estimated read time 1 min read

কোরিয়া এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে কোরিয়ান কালচারাল সেন্টার ইন্ডিয়া / KCCI LG Electronics-এর সহযোগিতায় সর্বভারতীয় K-POP ইভেন্ট ২০২৩-এর আয়োজন করা হয়েছে।

K-POP ইভেন্টের আঞ্চলিক রাউন্ড শুরু হয়ে গেছে। সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে আঞ্চলিক রাউন্ড উপলক্ষে উপস্থিত ছিলেন ভারতে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বোক।ইভেন্টটি সমগ্র ভারত জুড়ে চার রাউন্ড সহ প্রায় ছয় মাস সময়কালে অনুষ্ঠিত হবে। অনলাইন, আঞ্চলিক, সেমি-ফাইনাল এবং গ্র্যান্ড ফিনালে। ২৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনলাইন কোয়ালিফায়ার রাউন্ডটি অনুষ্ঠিত হয়।

প্যান ইন্ডিয়া থেকে প্রায় ১১,০৭১টি দল এই রাউন্ডে অংশ গ্রহণ করে। উল্লেখ্য, ভারতে K-POP প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে এই প্রথম এত বিশাল সংখ্যক প্রতিযোগী অংশ গ্রহণ করে।অনলাইন প্রিলিমিনারি থেকে নির্বাচিত অংশগ্রহণকারীরা ১১টি শহরে অনুষ্ঠিতব্য আঞ্চলিক রাউন্ডে অংশগ্রহণ করবে।

You May Also Like

More From Author