দুঃখের খবর, পুজোয় বাড়বে বৃষ্টি

1 min read

পুজোর আগে একের পর এক নিম্নচাপের প্রকোপ রাজ্যে৷ পূর্বাভাসকে সত্যি করে নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ আকাশে-বাতাসে চারদিকে পুজোর গন্ধ৷ ষষ্ঠীতে মায়ের বোধন হলেও ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে৷ ভিড় জমতে শুরু করেছে দর্শনার্থীদের৷

তবে চতুর্থীতেও পুজোর আনন্দে ভিলেন সেই বৃষ্টি! বৃহস্পতিবার সকালে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখ ভার হতে পারে আকাশের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, চতুর্থীতে দিনভর জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ সপ্তমী থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বৃষ্টি হবে অষ্টমী-নবমীতেও। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত৷ আর তার জেরেই রবিবার এবং সোমবার মূলত দুই সম্ভাবনা রয়েছে।

আবহবিদরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি ক্রমশই ঘনীভূত হয়ে শক্তি বাড়াচ্ছে। আর তার জেরেই রবিবার থেকে তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। জলমগ্ন হতে পারে কলকাতার রাস্তা। ফলে
ঠাকুর দেখার আনন্দ মাটি হতে চলেছে৷ বৃষ্টি থাকবে অষ্টমীতেও৷ সেই বৃষ্টিপাতেরই এক পশলা ঝরবে চতুর্থীতেও।

You May Also Like