সেইল গড়ে তুলতে চলেছে বিশাল বড় মাপের ইস্পাত কারখানা

0 min read

৩০ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলায়  সেইল বিশাল বড় মাপের ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছে। এই বিরাট কারখানায় বছরে ৪.০৮ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হবে। এমনই ক্ষমতাসম্পন্ন কারখানাই গড়ে তুলছে সেইল। বার্নপুরে ইস্কো কারখানার পাশেই নতুন ইউনিট গড়ে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে।

সেইলের অধীনস্থ ইস্কো কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ২.৫ মিলিয়ন টন। সেটা এবার বাড়িয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কারখানা গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে। এদিকে ইস্কোর হাত ধরেই আসানসোলে শিল্পের বিকাশ এবং খনি অঞ্চল আরও সমৃদ্ধ হয়। এখন বহু কারখানাই আসানসোলে বন্ধ। তাই কর্মসংস্থানও হচ্ছে না। তাই এই বিরাট মাপের ইস্পাত কারখানা গড়ে উঠলে এবং বিনিয়োগ বড় হলে কর্মসংস্থান বাড়বে বলেই আশাবাদী সকলে।

বৃহৎ শিল্প গড়ে উঠলেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বিকাশ ঘটে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। সব ধরনের ব্যবসা বাড়তে থাকবে। অন্যদিকে আইএনটিইউসি অনুমোদিত আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক হরজিৎ সিং বলেন, ‘‌এমন বিরাট কারখানা হলে এলাকার সামাজিক–অর্থনৈতিক ছবিটাই পাল্টে যাবে। আসানসোল শিল্পাঞ্চলে আবার শিল্পের জোয়ার আসবে।’‌

You May Also Like