উদ্ধব ঠাকরের পদত্যাগের পরে সঞ্জয় রাউতের আবেগপ্রবণ বার্তা

1 min read

সঞ্জয় রাউতের মতে, উদ্ধব ঠাকরের মধ্য দিয়ে একজন বিচক্ষণ এবং শালীন মুখ্যমন্ত্রীকে হারাচ্ছি। বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন তিনি “সংখ্যার খেলায়” আগ্রহী নন বলেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন। রাউত টুইট করে লিখেছেন, “মুখ্যমন্ত্রী শালীনভাবে পদত্যাগ করেছেন। আমরা একজন বিচক্ষণ এবং শালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছি।”

রাউত আরও বলেছেন, শিবসেনার এই হার-ই তার বিশাল জয়ের কারন হবে। কখনই প্রতারকরা জিততে পারবে না । সঞ্জয় রাউত বলেছিলেন যে তিনি উদ্ধব ঠাকরেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে জেলে যেতেও প্রস্তুত।

রাউত আরও বলেছিলেন ২০১৯ সালে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে রাজি করানোর জন্য তিনি এনসিপি প্রধান শরদ পাওয়ারের কাছে খুবই কৃতজ্ঞ। কংগ্রেসকেও সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে শিবসেনা আবার উঠবে এবং একজন মুখ্যমন্ত্রী পদে তিনি আবার ফিরে আসবেন।

You May Also Like