সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ এআই- নেতৃত্বাধীন ফ্যান অভিজ্ঞতা ‘এ বিলিয়ন ড্রিমস ফর এ বিলিয়ন ফ্যানস’ চালু করেছে

1 min read

সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে আন্তর্জাতিক স্তরে ক্রিকেটের সঙ্গে দীর্ঘকালীন সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে লঞ্চ করা হল এক উদ্ভাবনীমূলক এবং মগ্ন করে রাখার মত AI চালিত ফ্যান অভিজ্ঞতা ‘এ বিলিয়ন ড্রিমস ফর এ বিলিয়ন ফ্যানস’। এই ক্যাম্পেনে আছেন ভারতের তিন তারকা ক্রিকেটার, অধিনায়ক রোহিত শর্মা, যশপ্রীত বুমরা আর সূর্যকুমার যাদব। ক্রিকেটের সঙ্গে যে অতিকায় আবেগ জড়িয়ে আছে, ব্র্যান্ডের লক্ষ্য তাকে উস্কে দিয়ে তরুণ ক্রিকেটভক্তদের একটা গোটা প্রজন্মকে উদ্বুদ্ধ করা, যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথম ভারতে বিশ্বকাপ দেখছে। এবারে বিশ্বকাপ হচ্ছে ভারতে এবং ইতিমধ্যেই এর “সর্বকালের সেরা বিশ্বকাপ” হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্র্যান্ডের ‘লিভ ইট লার্জ’ ভাবনার সঙ্গে তাল মিলিয়ে এই AI-ইন্টিগ্রেটেড ক্যাম্পেন ভক্তদের ক্রিকেটারদের নিয়ে তৈরি একটি পার্সোনালাইজড ফিল্মে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে। ক্রিয়েটিভ এজেন্সি পার্টনার এফসিবি ইন্ডিয়া, ডিজিটাল এজেন্সি পার্টনার ডেন্টসু ইন্ডিয়া, প্রযুক্তি পার্টনার আর্টিজেন্স ইভেন্টস এবং এক্সপিরিয়েনশিয়াল সলিউশনস ও মিডিয়া পার্টনার ওয়েভমেকারের সঙ্গে মিলে সৃষ্ট এই ক্যাম্পেন যুগান্তকারী। এতে প্রত্যেক ভক্ত শুধু যে তাঁর স্বপ্ন সফল করতে পারবেন তা নয়, অতিকায় বাঁচাও বাঁচবেন।

গোটা ফ্যান অভিজ্ঞতাটিই কিউরেট করা হয়েছে আজকের যুবক-যুবতীদের, অর্থাৎ ডিজিটাল নেটিভদের মাথায় রেখে। তাঁদের দেওয়া হয়েছে এক সহজ ইউজার অভিজ্ঞতা। একটি সেলফি এবং কণ্ঠস্বরের একটি নমুনা রিজেনারেটিভ AI-এর সঙ্গে মিলে তৈরি করছে চরমতম ফ্যান অভিজ্ঞতা। এই টুলগুলোর সঙ্গে এই ক্যাম্পেন জেনারেটিভ AI প্রযুক্তি ও মেশিন লার্নিংয়ের শক্তিকে ব্যবহার করে একটি প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে প্রত্যেক ফ্যান নিজেকে রয়্যাল স্ট্যাগ লিভ ইট লার্জ স্টার কাস্টের অংশ করে ফেলার সুযোগ পান। এই উদ্ভাবনের সাহায্যে প্রত্যেক ভক্ত এই ফিল্মের একটি পার্সোনালাইজড সম্পাদিত চেহারা তৈরি করতে পারেন। ফেস-মিররিং অ্যালগোরিদম ভক্তদের প্রত্যেকের মুখের অনন্য বৈশিষ্ট্যগুলো মূল ফিল্মের চরিত্রগুলোর মুখে নিখুঁতভাবে বসিয়ে দিতে পারে। উপরন্তু কণ্ঠস্বরের একটি ছোট্ট নমুনা পেলেই এটি ভক্তের কণ্ঠস্বরের টোন, পিচ এবং ছোটখাটো বৈশিষ্ট্যগুলিও নকল করতে পারে। মোদ্দা কথা, এই ক্যাম্পেন একজন ক্রেতার অভিজ্ঞতাকে অসামান্য অথচ ব্যক্তিগত একান্ত অভিজ্ঞতায় পরিণত করবে। এই ক্রেতা অভিজ্ঞতা ভক্তদের সীমানা ছাড়িয়ে যাওয়ার এবং তাঁদের প্রিয় খেলোয়াড়দের কাছে, বিশ্বকাপ ট্রফির কাছে পৌঁছে যাওয়ার সুযোগও দিচ্ছে। এই ক্যাম্পেনকে ছড়িয়ে দেওয়া হবে ডিজিটাল, প্রিন্ট, রেডিও এবং OOH-এ ছড়ানো এক উচ্চ ডেসিবেল ৩৬০ ডিগ্রি পরিকল্পনার মাধ্যমে, যাতে এক মগ্ন করে রাখার মত, অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়।

কার্তিক মহিন্দ্রা, চিফ মার্কেটিং অফিসার, পেরনোড রিকার্ড ইন্ডিয়া, বললেন “রয়্যাল স্ট্যাগের লক্ষ্য স্টেডিয়ামের শিহরণ জাগানো পরিবেশ সারা পৃথিবীর ক্রিকেট ফ্যানদের সঙ্গে ভাগ করে নেওয়া। আইসিসির সঙ্গী হিসাবে AI আমাদের সব জায়গার উন্মাদ ফ্যানদের একটা সত্যিকারের ‘লিভ ইট লার্জ’ অভিজ্ঞতা জোগানোর সুযোগ দিয়েছে। এবছর এই অনন্য AI প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রত্যেক ফ্যানকে তাঁর নিজের ‘লিভ ইট লার্জ স্টোরি’ তৈরি করে নেওয়ার শক্তি দিচ্ছি। এই প্ল্যাটফর্ম সাফল্যের যাত্রায় প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার প্রতি ব্র্যান্ডের যে দায়বদ্ধতা তার সঙ্গে তাল মিলিয়ে চলে। একদিকে আমরা ক্রিকেটের ঐতিহ্য উদযাপন করছি, অন্যদিকে ব্র্যান্ড এনগেজমেন্ট বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তিকে আপন করে নিয়েছি এবং ক্রিকেটভক্তদের তাঁদের প্রিয় খেলায় এমনভাবে মগ্ন হতে উদ্বুদ্ধ করছি যা আগে কখনো হয়নি।”

You May Also Like