G20 এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক গুয়াহাটিতে

1 min read

৩ এপ্রিল থেকে অসমের গুয়াহাটিতে শুরু হয়েছে G20 এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ / EWG-এর দ্বিতীয় বৈঠক।  চলবে ৫ এপ্রিল পর্যন্ত। G20-র ১৯টি সদস্য দেশ সহ ৭টি অতিথি দেশ এবং ৫টি আন্তর্জাতিক সংস্থার ৭২ জন প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এটি শেরপা ট্র্যাকের অধীনে আয়োজিত দ্বিতীয় কর্মসংস্থান ওয়ার্কিং গ্রুপের সভা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বরটেলি।

 G20 EWG-এর দ্বিতীয় বৈঠকে ৩টি প্রধান অগ্রাধিকারের ক্ষেত্রে ফোকাস করা হয়। যেমন, গ্লোবাল স্কিল গ্যাপ, গিগ এবং প্ল্যাটফর্ম ইকোনমি। এছাড়াও সামাজিক সুরক্ষা, ডিজিটাল ইকোনমি ওয়ার্কিং গ্রুপ, ফিনান্স ট্র্যাক, দ্য সাসটেইনেবল ফাইন্যান্সিং অফ সোশ্যাল প্রোটেকশনের বিষয়েও এই বৈঠকে আলোচনা হয়। এমনকি বৈঠকে মন্ত্রী পর্যায়ের রিলিজ এবং ফলাফল বিষয়ক নথি  নিয়ে ঐকমত্যে পৌঁছানোর বিষয়েও আলোচনা হয়।

 বৈঠকের ফাঁকে, প্রতিনিধিদের জন্য একটি যোগ সেশনের আয়োজন করা হয়। প্রতিনিধিদের কাছে অসমের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শনের জন্য মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

You May Also Like