বিশেষ নজরদারির মধ্য দিয়ে ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা

0 min read

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারই প্রস্তুতি একপ্রকার সম্পন্ন। তবে প্রশ্নপত্র ফাঁস সহ টুকলি রুখতে এবছর বাড়তি পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক পর্ষদ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকবে ফ্লাইং গার্ড। যারা মূলত সন্দেহজনক পরীক্ষার্থীদের ওপর নজরদারি চালাবে। এবছর শিলিগুড়ি শিক্ষা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৩৪ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ২৩৯ জন। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম।

সূত্রের খবর, কোভিড অতিমারির আবহে বহু পড়ুয়া পড়াশোনার পাট চুকিয়েছে। তার জেরেই কমেছে সংখ্যা। এছাড়াও আরও নানাবিধ কারণ রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা কমার পেছনে।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নর্থ বেঙ্গল রিজিওনের রিজিওনাল অফিসার সুপ্রিয় সেন বলেন, “প্রস্তুতি প্রায় শেষ। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজর থাকবে। শিলিগুড়িতে মোট ৫০টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে ১০টি সেন্টার রয়েছে। সবকটি কেন্দ্রই সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে।”

You May Also Like