দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার

0 min read

দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান, তৃনমূলের বর্ষীয়ান নেতা জহর মজুমদার।

জহর বাবু এর আগে দলের রাজ্য কমিটির সহ সভাপতি ছিলেন। ছিলেন কোর কমিটিতে। পাশাপাশি দলের শৃঙ্গলারক্ষা কমিটির প্রধান ছিলেন। দীর্ঘদিন দলের দায়িত্ব সামলেছেন। দলের সাম্প্রতিক অবস্থা তাকে ব্যাথিত করেছে।
তিনি বলেন, চোর ধরতে আমরা ডাকাত নিয়ে এসেছি। ফ্যাসিজম বিরুদ্ধে লড়াই করতে আমাদের এগিয়ে আসতে হবে। এই রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। তাই তিনি জীবনের শেষ লগ্নে এসে দল ছাড়লেন।
তিনি বলেন, দলের ষাট শতাংশ কর্মী তার সঙ্গে আছেন। নতুন কোন দলে না গিয়ে তিনি তৃনমূলের বিরুদ্ধে পথে নামলেন। বালু থেকে জেল বন্দী নেতাদের নিয়ে তিনি উস্মা প্রকাশ করেছেন।
জহর বাবু এদিন জানান,ফ্যাসিস্ট দল থাকলে গনতন্ত্র থাকবেনা। মমতা ফ্যাসিস্ট তাই এদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। নাহলে সাধারন মানুষের কাছে জবাবদিহি করতে পারবোনা। যেখানে যে দল ক্ষমতায় আছে সেখানে তাদেরকে সমর্থনের কথা বলেছেন বর্ষীয়ান দল ছাড়া তৃনমূল নেতা জহর মজুমদার।
এ ব্যাপারে তৃনমূলের জেলা সভাপতি তথা রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন, এখনও কোন চিঠি পাইনি। উনার সঙ্গে কথা বলব এবং বিষয়টি রাজ্যেকে জানাবো।

You May Also Like