জম্মুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ, “রয়্যাল বেঙ্গল টাইগার”

0 min read

চেন্নাইয়ের আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক থেকে বৃহস্পতিবার রাতে বিনিময় প্রথায় একটি পুরুষ ও একটি মহিলা রয়্যাল বেঙ্গল টাইগার এসে পৌঁছেছে জম্মুর জাম্বু চিড়িয়াখানায়। তার বদলে হিমালয়ান ব্ল্যাক বেয়ার পাঠানো হয়েছে জম্মু থেকে।

বর্তমানে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতের জঙ্গলগুলিতে এই মুহূর্তে বাঘের সংখ্যা রয়েছে প্রায় ৩ হাজার ১৬৭টি। এবং চলতি বছরে বাঘ গণনা অনুযায়ী সারা বিশ্বের মোট বাঘের সংখ্যার প্রায় ৭৫ শতাংশেরও বেশি। তবে সেন্ট্রাল জু অথরিটির নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে বাঘ দু’টিকে রাখা হবে সাড়ে চার হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গায়।

যার মধ্যে একটি জলাশয়ও রয়েছে।এছাড়াও চিড়িয়াখানা সূত্রে খবর, প্রথমে বাঘ দু’টিকে কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনের জন্য আলাদা এনক্লোজারে রাখা হবে। তাঁরা কিছুদিন নতুন পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার পরই দেখার সুযোগ মিলবে জনগণের।

You May Also Like