ইডির তরফে মানিক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

0 min read

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মানিক ভট্টাচার্যের নাম সুপারিশ করেছিলেন স্বয়ং সুজয়কৃষ্ণ ভদ্র।

ব্যাঙ্কশাল আদালতে করা ১২৬ পাতার চার্জশিটে একথা উল্লেখ করেছে খোদ ইডি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজের পৈত্রিক বাড়ি নদিয়ার পলাশীপাড়া থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন মানিক। গত বছর ১১ অক্টোবর গ্রেফতারির পর আজ পর্যন্ত তাকে বহিষ্কার করেনি এমনকী তাঁর বিধায়ক পদও খারিজ হয়নি।

চার্জশিটের ৯০ পাতায় জানানো হয়েছে, মানিকের সঙ্গে সুজয়কৃষ্ণের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী হিসাবে তৃণমূল নেতৃত্বের কাছে মানিকের নাম সুপারিশ করেন সুজয়কৃষ্ণই। এমনকী মানিকের দফতরে অবাধ যাতায়াত ছিল সুজয়কৃষ্ণের।

You May Also Like