রাজ্যে চলতে থাকা দুর্নীতি নিয়ে তদন্তকারীদের তরফে প্রকাশিত হলো বেশ কিছু নাম

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে একজোটে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। ইতিমধ্যেই এই নিয়ে দুই আলাদা খসড়া তালিকা তৈরী করেছে সিবিআই। যেই তালিকায় রয়েছে বড় চমক।

CBI এর সম্ভাব্য প্রভাবশালী তালিকা:

পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী।
চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী।
মানিক ভট্টাচার্য, TMC বিধায়ক।
তাপস সাহা, TMC বিধায়ক।
জীবন কৃষ্ণ সাহা, TMC বিধায়ক।
জাফিকুল ইসলাম, TMC বিধায়ক।
কানাই মণ্ডল, TMC বিধায়ক।
অমল আচার্য, প্রাক্তন বিধায়ক।
প্রবীর কয়াল, ব্যাক্তিগত সচিব, বিধায়ক
নবকুমার সাহা, নবগ্রাম, মুর্শিদাবাদ।
জয়দীপ দাস, বারাকপুর, পুরপিতা।
বাপ্পাদিত্য দাশগুপ্ত, কাউন্সিলর।
দেবরাজ চক্রবর্তী, কাউন্সিলর।

ওদিকে, এজেন্ট কাঁথির দীপক জানা, নবকুমার দাস, মালদহের ফিরোজ আনসারি, ইমরান, পলাশ মণ্ডল, বিভাস অধিকারী, পূর্ব মেদিনীপুরের অরণ্যক আচার্য, কালীপদ পতি, অমিতাভ মণ্ডল, মৃণাল চক্রবর্তী, তাপস মিশ্র, কোলাঘাটের অতনু গুচ্ছাইত, মুর্শিদাবাদের পিপুলউদ্দিন সেখ, কামরুদ্দিন, সংগ্রাম, দক্ষিণ দিনাজপুরের সুদীপ গঙ্গোপাধ্যায়, নিউটাউনের রাকেশ সিং, দিনাজপুরের বেঞ্জামিন হেমব্রম, মেচেদার নিখিলেশ বেরা। এছাড়াও তদন্তে তাপস মণ্ডলের এজেন্ট হিসেবে আরও বেশ কিছু নাম সামনে এসেছে।

You May Also Like