একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে রেশন দুর্নীতির মামলায়

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।

ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ও মন্ত্রীর দাদাকে জিজ্ঞাসাবাদ করেছে। ইডির দাবি, নোটবন্দির মাসে প্রিয়দর্শিনী মল্লিকের অ্যাকাউন্টে ৩ কোটি ৭৯ লক্ষ টাকা নগদে জমা পড়েছে। মন্ত্রীর স্ত্রী ও তার মেয়ের একাধিক ভুয়ো কোম্পানির ডিরেক্টর ছিলেন বলেও দাবি ইডির।

পেশায় কলেজের সহকারী অধ্যাপক প্রিয়দর্শিনী রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদেও রয়েছেন। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় মামলায় জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী ও স্ত্রী মনিদীপা মল্লিককেও যুক্ত করা হতে পারে।

You May Also Like