সিগনেচার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ‘জিরো ফেস্টিভালের’ স্পন্সর

1 min read

সিগনেচার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (Signature Packaged Drinking Water) দশম বার্ষিক জিরো ফেস্টিভ্যালের প্রেজেন্টিং স্পন্সর (presenting sponsor of Ziro Festival), যা ‘লিভিং গুড অ্যান্ড ডুইং গুড’ নীতির প্রবক্তা। অরুণাচল প্রদেশের জিরো ভ্যালিতে অনুষ্ঠিতব্য ৪ দিনব্যাপী এই মিউজিক ফেস্টিভ্যালটি হল দেশের সবচেয়ে পরিবেশবান্ধব উৎসব যা প্রকৃতিপ্রেমী ও সঙ্গীতপ্রেমীদের আকর্ষণ করে। এখানে অংশগ্রহণকারীরা তাদের দিন ও রাত উপভোগ করবেন প্রাণবন্ত সবুজ উপত্যকায় প্রতিধ্বনিত হৃদয়গ্রাহী সঙ্গীতের সঙ্গে। সেইসঙ্গে তাদের জন্য থাকবে ফার্ম-টু-টেবল স্থানীয় রান্না ও স্থানীয় পানীয়র স্বাদ। এই উত্সবে অংশগ্রহণকারীরা স্থানীয় আপাতানি উপজাতির কাছ থেকে স্বচ্ছ জীবনযাত্রা শেখার সুযোগ পাবেন, যারা পুনর্ব্যবহার ও পুনরুদ্ধার শিল্পে দক্ষতা অর্জন করেছেন। এ বছর ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর এই উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের সহযোগী হিসেবে সিগনেচার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ও জিরো ফেস্টিভ্যাল আমাদের এই সবুজ গ্রহের রক্ষনাবেক্ষণ করতে এবং প্রকৃতির সঙ্গে সংযোগ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক ও সিগনেচার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উভয়েরই লক্ষ্য হল চারদিনব্যাপী উৎসব চলাকালীন সচেতন জীবনযাপনের বার্তা প্রচার করা, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই উপত্যকায় সিগনেচার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার দ্বারা স্থাপিত ক্যাম্পগুলিতে বসবাসের মাধ্যমে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে উত্সাহিত করা। উৎসবের শেষে এই ক্যাম্পের স্থানগুলিকে বর্জ্যশূণ্য অবস্থায় এবং উৎসবস্থলটিকে আগের মতো অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

এই উৎসবে লি রানালদো, লিওন সোমভ, ফারহান, তাবা চাকে, মোহিত চৌহান, কিস নুকা, পণ্ডিত বিশ্বমোহন ভাট, গাই বাটারি, কোমোরেবি, এমসি আলতাফের মতো শিল্পীরা অংশ নেবেন। এই বছরের উৎসবে ইলেকট্রনিক সংগীতের জন্য একটি তৃতীয় মঞ্চ থাকবে – তাকভ্র (Takvr)। এসব ছাড়াও, পপি সারমিন ক্রিয়েটিভ স্পেস বিভিন্ন সামাজিক উদ্যোগ ও কর্মশালার আয়োজন করবে।

You May Also Like