ফের চালু হচ্ছে শিলিগুড়ি-রাঁচি বাস পরিষেবা, জানালেন এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতীম রায়

1 min read

নতুন বছরে বেশ কিছু নতুন রুটে বাস চালাতে চলছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। দীর্ঘ বহু বছর ধরে বন্ধ থাকা শিলিগুড়ি রাঁচি রুটে পুনরায় বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এছাড়াও কোচবিহার থেকে দার্জিলিং রুটে প্রথম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস সার্ভিস চালু হচ্ছে। উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী বারোটি পুরনো বাস পরিবর্তন করে সেই রুট গুলিতে নতুন বাস দেওয়ার পরিকল্পনা রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বইমেলাকে সামনে রেখে জাতি স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার কথাকে প্রাধান্য দিয়ে অতিরিক্ত পাঁচটি রুটে বাস চালানোর পরিকল্পনা গ্রহণ করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

সংস্থার চেয়ারম্যান তথা বইমেলা কমিটির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, দিনহাটা তুফানগঞ্জ আলিপুরদুয়ার মাথাভাঙ্গা এবং ফালাকাটা রুটে রাতের বেলা সাড়ে নটার পর অতিরিক্ত একটি করে বাস চালানো হবে। যাতে কোন অবস্থাতেই সাধারণ মানুষ যারা মেলায় অংশগ্রহণ করতে আসবেন বা যারা বই কিনবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তাদের কোনরকম অসুবিধা না হয়, তাদের গন্তব্যে পৌঁছতে। প্রয়োজনে এই শেষ বাস আরো ১৫ মিনিট অপেক্ষা করবে যাত্রীদের জন্য। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বইমেলা যাতে সফলভাবে সম্পন্ন হয় তার ব্যবস্থা করা।
পার্থ প্রতিম রায় বলেন, সম্প্রতি আধুনিকতা এবং ইন্টারনেটের যুগে এখনো মানুষের মধ্যে বই য়ের প্রতি ভালোবাসা রয়েছে। প্রথম দিনের কোচবিহার জেলা বইমেলা মাঠে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি তার উদাহরণ। যতটুকু তথ্যসূত্র রয়েছে তাতে প্রথম দিন বইমেলাতেই দিনহাটা, তুফানগঞ্জ থেকে প্রচুর ছাত্র ছাত্রী এসেছিলেন। মূলত তাদের কথা মাথায় রেখে এই অতিরিক্ত যাত্রী পরিষেবা প্রদান করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

You May Also Like