সিমবায়োসিস এন্ট্রান্স টেস্টের রেজিস্ট্রশন শুরু করেছে SIU

1 min read

৬ ও ১৪ মে অনুষ্ঠিত সিম্বিওসিস এন্ট্রান্স টেস্ট (SET) এর জন্য রেজিস্ট্রশনের প্রক্রিয়া শুরু করেছে সিম্বিওসিস ইন্টারন্যাশনাল (ডিমড ইউনিভার্সিটি) (SIU)। আগ্রহী প্রার্থীরা SIU-এর অধীনে ১৬টি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আইন, ইঞ্জিনিয়ারিং, মাস কমিউনিকেশন সহ আরও অনেক বিষয়ে স্নাতক প্রোগ্রাম অফার করে SIU । প্রার্থীরা SIU-এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে একযোগে দেশের ৭৬টি শহরে এই প্রবেশিকা পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। পার্সোনাল ইন্টারঅ্যাকশন, রাইটিং অ্যাবিলিটি টেস্ট (PI-WAT), স্টুডিও টেস্ট এবং পার্সোনাল ইন্টারঅ্যাকশন (ST-PI)-এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।সিমবায়োসিস ইন্টারন্যাশনাল (ডিমড ইউনিভার্সিটি) হল একটি মাল্টি কালচারাল, ইনোভেটিভ ইউনিভার্সিটি। যা শিক্ষার্থীদের এবং  শিক্ষকদের একটি অভূতপূর্ব শিক্ষার পরিবেশ প্রদান করে। UGC দ্বারা SIU কে ক্যাটাগরি-I এবং NAAC দ্বারা ‘A++’ গ্রেড দেওয়া হয়েছে। 

সিমবায়োসিস ইন্টারন্যাশনাল (ডিমড ইউনিভার্সিটি) এর ভাইস-চ্যান্সেলর ডঃ রজনী গুপ্তে বলেন, সামগ্রিক এবং বহুবিভাগীয় শিক্ষা প্রদানের জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলি ডিজাইন করা হয়েছে।

You May Also Like