ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠক জলপাইগুড়ি জেলা প্রশাসনে

0 min read

প্রি মনসুন সিজনেই চিন্তা বাড়ালো ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে পৌর কর্তৃপক্ষের সাথে বিশেষ বৈঠকে বসলো জেলা প্রশাসন।জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গু তে আক্রান্ত হয়েছে ৫৭ জন।এর মধ্যে শহর এলাকাতেই আক্রান্ত রয়েছেন ৭ জন।আর এর জেরে পতঙ্গ বাহীত রোগ প্রতিরোধে জলপাইগুড়ির সমস্ত পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক শামা পারভিন।জানা গেছে শহরে ডেঙ্গু,ম্যালেরিয়া সহ পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে কী কী করনীয় এই নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকরা। পাশাপাশি ছিলেন শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা।জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, পতঙ্গ বাহিত রোগ মোকাবিলা নিয়ে বৈঠক ছিল। ইতিমধ্যে আমরা কি ব্যাবস্থা নিয়েছি তা জানাতেই জেলাশাসক আজ আমাদের ডেকেছিলেন।

You May Also Like