কড়া বার্তা বিচারপতির তরফে

0 min read

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। পূর্বের শুনানিতে রাজ্যের ৭ জায়গায় কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা বললেও প্রধান বিচারপতির মন্তব্য, নির্দেশ না মানলে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দেব।

হাইকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট ভাবে বলেন, ‘আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই যে আপনারা উচ্চ আদালতে যান। আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি তৈরি করেন, তাহলে কিন্তু আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না।’

যদিও এরপর রাজ্য আদালতে পাল্টা সওয়াল করে। রাজ্য তরফে বলা হয়, পরশু ভাঙ্গড়ে আইএসএফ ১৫ হাজার সমর্থক নিয়ে মনোনয়ন পেশ করতে গিয়েছিল। সেই দলের কর্মীরাই মনোনয়ন কেন্দ্র ভাঙচুর করেছে। রাজ্যের স্পর্শকাতর এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

You May Also Like