আচমকাই বড় দুর্ঘটনা, গুজরাটে ভেঙে পড়ল সেতু

0 min read

আচমকাই বড় দুর্ঘটনা, মোদী গড় গুজরাটে মিনঢোলা নদীর উপর ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ইস্যুকে হাতিয়ার করে এবার গুজরাটের বিজেপি সরকারকে খোঁচা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

জানা গিয়েছে তাপি জেলার অন্তর্গত এই সেতু হঠাৎ ভেঙে পড়ায় কমপক্ষে ১৫টি গ্রামের মানুষ সমস্যায় পড়তে পারেন। এই সেতুর মাধ্যমেই মায়পুর এবং দেগামা গ্রাম যুক্ত ছিল। গ্রামের মানুষদের থেকে যাতায়াতের মাধ্যম ছিল এই সেতু। এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও মেলেনি। এই ইস্যুতেই মোদী সরকারকে খোঁচা দিয়ে ডায়মন্ডহারবারের সাংসদ টুইটারে লিখেছেন, ‘‌ভগবানের কাজ নাকি প্রতারকের কাজ?’‌

প্রসঙ্গত, গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালে এই গুজরাটে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ভেঙে পড়েছিল মৌরবি সেতু। মৃত্যু হয়েছিল প্রচুর মানুষের। যদিও সমস্ত বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে সেবারেও ক্ষমতায় আসে মোদী সরকার।

You May Also Like