রাজ্য জুড়ে চলতে থাকা দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য শুভেন্দুর

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী গ্রেফতার হতেই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও কর্মসূচি শুরু করছে পদ্ম শিবির।

জ্যোতিপ্রিয় ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূল ফাঁকা হয়ে যাবে। ৭০ জন চেয়ারম্যান ও ১৪ জন বিধায়ক সব যাবে পুরো দুর্নীতিতে। ৭০ থেকে ৮০ জন বিধায়ক বিজেপিতে আসতে চাইছে। সামনে ২৪ লোকসভা নির্বাচন। তাতে কতটা প্রভাব পড়বে তা সময় বলবে।’

শুভেন্দু আরোও বলেন, “পার্থ, অর্পিতা, কেষ্ট, সায়গল আর বাকিবুর, বালু, সবক’টার মডেল একই। জ্যোতিপ্রিয়র বেনামে হোটেল। এরা গোটা পশ্চিমবঙ্গে একই জিনিস করেছে। শিক্ষা গিয়েছে জেলে, খাদ্য সবে গেল জেলে। বাকি থাকল স্বাস্থ্য। স্বাস্থ্য কবে জেলে যাবে তার অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ।”

You May Also Like