লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড ইন ডিস্ট্রিক স্পোর্স অর্গানাইজার পেলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত

0 min read

কোচবিহারের ক্রীড়া মহলে সবচেয়ে আনন্দের ঘটনাটি ঘটল গত ২১ জুন কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে। এদিন সন্ধ্যায় এই অডিটেরিয়ামে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড ইন ডিস্ট্রিক স্পোর্স অর্গানাইজার এর পুরষ্কার প্রদান করল ইন্টারন্যাশানাল স্পোর্টস ফ্লিম ফেস্টিবেল কতৃপক্ষ। তার হাতে পুরষ্কার তুলে দেন কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল তথা বিধায়ক দেবাশীষ কুমার। দক্ষ ক্রীড়া সংগঠক সুব্রত দত্তের এহেন পুরষ্কার প্রাপ্তিতে আনন্দিত কোচবিহারের ক্রীড়া মহল। এর কারন বহু বছর পর কোচবিহার থেকে কোন ক্রীড়া সংগঠক রাজ্য স্তরে এমন বড় মাপের পুরষ্কার প্রাপ্তি। বহু বছর আগে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত সম্পাদক বিক্রম সেনগুপ্ত পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর থেকে বিশিষ্ট ক্রীড়া সংগঠকের পুরষ্কার পেয়েছিলেন। তারপর দীর্ঘ সময় কোচবিহারের ক্রীড়া ক্ষেত্রে ভালো কাজ করার পরেও অনেক ক্রীড়া সংগঠক কোন পুরষ্কার পাননি। তাই এত বছর পর স্বাভাবিকভাবে সুব্রত দত্তের এহেন পুরষ্কার লাভে আনন্দিত কোচবিহারের ক্রীড়া মহল। একদিন জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে যুক্ত হবার সময়ে তিনি খুব কাছ থেকে লক্ষন করেছেন কোচবিহারের জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন দুই সম্পাদক জগতরঞ্জন ভট্টাচার্য্য ও আশীষ সরকারের কর্মকান্ড। এদের কাছ থেকে পেয়েছেন বিভিন্ন রকম ভাবে সাহায্য। যা সুব্রত বাবুকে দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে গড়ে তুলেছে। তাই সুব্রত বাবুর এহেন সন্মান লাভে খুশি জেলার প্রবীণ ক্রীড়া মহল । সেইসাথে খুশি জেলার বর্তমান নবীন প্রজন্মও। এই প্রসঙ্গে সুব্রত দত্ত বলেন ‘ এই পুরষ্কার তাকে এবং আগামী প্রজন্মের কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে

You May Also Like