বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন, এক সন্তানের মা হল ফুর্বু

1 min read

বাঘের পর এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন। ২৬ দিন আগে সুস্থ সন্তানের জন্ম দিয়েছে সাফারি পার্কের হিমালয়ান ব্ল্যাক বিয়ার ফুর্বু। পুরুষ সঙ্গী ধ্রুবর সঙ্গে ২০২২-এর জুলাই মাসে ঘনিষ্ঠ হওয়ার পরেই অগাস্ট মাসে ফুর্বু গর্ভবতী হয় বলে পার্ক সূত্রে খবর। গত ২৭শে মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ সাফারি পার্কের শেল্টারে সন্তানের জন্ম দিয়েছে মা ভাল্লুক। গত ১০ বছরে এ রাজ্যে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ক্যাপটিভ ব্রিডিং হয়নি বলেই দাবি করেছেন সাফারি পার্কের কর্তারা। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। তবে এখনও শিশু ভাল্লুককে মা নিজের কাছ ছাড়া করছে না। ফলে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বন কর্তাদের প্রাথমিক ধারণা, স্ত্রী শাবকের জন্ম দিয়েছে ফুর্বু।এদিকে, এখনও চোখ ফোটেনি ভাল্লুক শাবকের।

অন্যদিকে, বাঘের পর ভাল্লুকের সফল ব্রিডিংয়ের পর সাফারি পার্কে স্থায়ী প্রজনন কেন্দ্র চালু করারও দাবি উঠেছে। এদিকে, ফুর্বু এবং সন্তানের যাতে কোনরকম সংক্রমন না ছড়ায় তার জন্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্তানকে কোল ছাড়া করছে না ভাল্লুক দম্পতি। নিয়মিত দুধ পান করাচ্ছে ফুর্বু। এই মুহুর্তে ফুর্বুকে বিভিন্ন ধরনের ফল খেতে দেওয়া হচ্ছে। পাশাপাশি, দুধ, ছাতু, গুড়, মধু, কলা দিয়ে শেক বানিয়ে খেতে দেওয়া হচ্ছে। গরম বেশি থাকায় প্রচুর জল এবং তরমুজ জাতীয় খাবারও দেওয়া হচ্ছে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে। এর বাইরে শেল্টারের সামনে এয়ার কুলার লাগানো হয়েছে। শরীর ঠান্ডা রাখার জন্যে স্নানের জল এবং বরফ দেওয়া হচ্ছে।

You May Also Like