সিবিআই-এর জেরার মুখে সুজয়কৃষ্ণ ভদ্র

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট মিলে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামালায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর।

আদালতের অনুমতি নিয়ে দুদিন আগেই কাকুকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সপ্তাহের শুরুতেই ফের একবার তদন্তকারীদের জেরার মুখে ‘কালীঘাটের কাকু’। এদিন সকালে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে সেখানে পৌঁছে যায় সিবিআইয়ের টিম।

ওদিকে দীর্ঘ টালবাহানার পর কাকুর কণ্ঠের নমুনা হাতে পায় ইডি। সেই কণ্ঠ সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাই কোর্টে ফরেন্সিক রিপোর্ট জমা দেয় ইডি। আদালতে ইডি জানায় যে, এ ব্যাপারে তাদের সন্দেহ মিলে গিয়েছে।

You May Also Like