সেরে নিন জরুরী কাজ, আগামীকাল থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাঙ্ক

Estimated read time 1 min read

বকেয়া পড়ে রয়েছে কি ব্যাঙ্কের জরুরী কাজ। তাহলে আজই মিটিয়ে নিন! কারন, আগামীকাল বৃহস্পতিবার থেকে বেশিরভাগ জায়গায় চার দিন জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। বিভিন্ন উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ক্যালেন্ডার তেমনই বলছে।যেমন, ১৪ এপ্রিল ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, বৈশাখী, তামিল নববর্ষ দিবস, চেরাওবা, বিজু উৎসব এবং বোহাগ বিহু সহ বিভিন্ন অনুষ্ঠানে জন্য আগরতলা, আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়া দিল্লি, পানাজিতে পটনা, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে মেঘালয় ও হিমাচল প্রদেশের ব্যাঙ্ক এ দিন খোলা থাকবে।

১৫ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ দিবস (নববর্ষ), হিমাচল দিবস, বিশু, বোহাগ, বিহু উপলক্ষে রাজস্থান, জম্মু এবং শ্রীনগর ছাড়া সমস্ত অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।১৬ এপ্রিল শনিবার বোহাগ বিহু উপলক্ষে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৭ এপ্রিলও রবিবার হবার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও, গড়িয়া পূজার কারণে ২১ এপ্রিল এবং শব-ই-কদর/জুমাত-অল-বিদা-র কারণে ২৯ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে। এপ্রসঙ্গে উল্লেখ্য যে, মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাঙ্ক খোলা থাকে বলে শেষ শনিবার, অর্থাৎ ২৩ এপ্রিল এবং শেষ রবিবার ২৪ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে।

উল্লেখ্য, ছুটির এই দিনগুলি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আওতায় পড়ে। রাজ্যের ভিত্তিতে এই ছুটির দিনগুলি নির্ভর করে। কিন্তু, সারা দেশজুড়ে এই দিনগুলিতে বন্ধ থাকে ব্যাঙ্ক। পাবলিক সেক্টরের সব ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও আঞ্চলিক ব্যাঙ্ক নির্ধারিত দিনে বন্ধ থাকবে।

You May Also Like

More From Author