বড় চাপের মুখে পর্ষদ

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে টেট সংক্রান্ত মামলায় ফের একবার হাইকোর্টে ধাক্কা খেল পর্ষদ।

বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে টেট সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ। কলকাতা হাইকোর্ট এর আগে পর্ষদকে নির্দেশ দিয়েছিল ২০১৪ সালের সমস্ত টেট পরীক্ষার্থীদের অতিরিক্ত ৬ নম্বর দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে হাইকোর্টে সেই নির্দেশিকাটি চ্যালেঞ্জ করা হয়।

নতুন আর্জি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর টেট সংক্রান্ত মামলায় ধাক্কা খেল হাইকোর্ট। পর্ষদ বলছে ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের অতিরিক্ত ৬ নম্বর দিতে গেলে কিছু তথ্য প্রয়োজন সিবিআই এর তরফ থেকে। হাইকোর্ট পর্ষদের এই আর্জি খারিজ করে দিয়েছে। আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছেন পর্ষদের একাংশ ষড়যন্ত্র করছে।

You May Also Like