দীর্ঘ পনেরো বছর পর দায়ের হলো মামলা

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেই হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে SSC ২০১৬ সালের গোটা প্যানেল।

যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ জন। এরই মাঝে এবার প্রাথমিকে বাম আমলের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ২০১০ সালে বাম আমলে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে ক্ষমতায় এসে সেই গোটা প্যানেল বাতিল করে তৃণমূল সরকার।

মালদহের কয়েক জন প্রার্থী সেই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে বলে আদালতের দ্বারস্থ হন। মাঝে কেটে গিয়েছে প্রায় ১৫ বছর। অবশেষে এই মামলায় নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী দু’মাসের মধ্যে ২৫০ চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

You May Also Like