মৃত ব্যক্তিদের পরিবার পিছু আর্থিক সহায়তা ঘোষণা কেন্দ্রের

1 min read

আজ সোমবার প্রবল ঝড়বৃষ্টিতে রাজ্যের তিন জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। মৃতরা হুগলি, পূর্ব মেদিনীপুর, এবং মুর্শিদাবাদের বাসিন্দা। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল প্রধানমন্ত্রী দপ্তর। এদিন প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে বাংলার বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে দু’ লক্ষ টাকা আর্থিক সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতরা পাবেন ৫০ হাজার টাকা৷ আগামী কয়েকদিনও এমন আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সোমবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গ যে ভাসতে চলেছে সে আশঙ্কার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। দুপুর গড়াতে না গড়াতে সেই আশঙ্কাই যেন সত্যি হল। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ সর্বত্র প্রায় একই পরিস্থিতি।

You May Also Like