উঠতে থাকা অভিযোগের ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্র

0 min read

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের বিপাকে রাজ্য সরকার। কয়েক দিন আগেই অভিযোগ উঠেছিল মিড ডে মিলের টাকা থেকে ভোটের খরচ মেটাচ্ছে মমতার সরকার।

ভোট কর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলে সংগ্রামী যৌথ মঞ্চ। আর তার পরই গত শুক্রবার কেন্দ্রের শিক্ষা মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার রিপোর্ট কেন্দ্রে পাঠাতে হবে।

কেন্দ্রের শিক্ষা দফতরের নির্দেশ মিড ডে মিল প্রোগ্রামের টাকা, পশ্চিম বর্ধমান এর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি অ্যাকাউন্ট পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এক ট্রানজেকশনের একটি অনুলিপিও পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই টাকা পাঠানোর জন্য একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে ব্যবহার করেছে সরকার। পুরো বিষয়ের একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্র। এখন দেখার বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র কী পদক্ষেপ করে।

You May Also Like