ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী

0 min read

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯৫। আহত হয়েছেন ১১৭৫ জন। ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯৩ জন।

তবে সরকারি তরফে জানানো মৃতের এই পরিসংখ্যান নিয়েই সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, শনিবারই দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রীর সঙ্গে মতবিরোধ বেধেছিল তৃণমূল সুপ্রিমোর। সরকারি মৃতের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

মমতার কথায়, “রাজ্য থেকে যাওয়া মানুষের মৃত্যু যখন বাড়ছে, সরকারি পরিসংখ্যান সেখানে কমছে কি করে?” মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “আমাদের রাজ্য থেকেই ৬১ জনের মৃত্যুর খবরে সিলমোহর পড়েছে। ১৮২ জনকে শনাক্ত করা যায়নি এখনও পর্যন্ত। অনেকে নিখোঁজও রয়েছেন। আমাদের বাড়ছে, আর ওদের কমছে কী করে?”

You May Also Like