কাশফুল দিয়ে তৈরি হবে বালিশ! মুখ্যমন্ত্রীর সম্ভাবনা এখন বাস্তবায়নের পথে

0 min read

কাশফুল দিয়ে তৈরি হবে বালিশ! মুখ্যমন্ত্রীর সম্ভাবনা এখন বাস্তবায়নের পথে। ইতিমধ্যেই দেশের মধ্যে প্রথম এই ধরনের উদ্যোগ হিসেবে পশ্চিমবঙ্গ প্রশংসা কুড়িয়েছে। এবার রাজ্যের মধ্যে প্রথম হাওড়া জেলার সাঁকরাইল ব্লকে শুরু হলো বালিশ তৈরির কাজ। ধুলাগড় পঞ্চায়েতে আইসিএআর, বিশ্ব বাংলা এবং রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় কাশ বালিশ তৈরীর কাজ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শুরু করেছেন প্রথম ধাপের কাজ। পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া এই কাজে ব্যবহার করা হবে ৭৫ শতাংশ প্রাকৃতিক তুলো এবং ২৫ শতাংশ কাশফুল। তবে পরবর্তীতে এর পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়েও গবেষণা চলবে।

You May Also Like