রাজভবনে বাংলা শিখবেন রাজ্যপাল

1 min read

সদ্য মাত্রই রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে ঘোষিত হয়েছিল তার নাম। এবার বাংলা ভাষা শেখার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপামর বাঙালির যে দিন বাংলা শেখার সূচনা করেন, সেই সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি হবে তাঁর। শিখবেন বাংলা৷

২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিকাল পাঁচটায় রাজভবনে একটি অনুষ্ঠানে হাতে খড়ি দেবেন রাজ্যপালের৷ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রাজভবনের ইস্ট লনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

পশ্চিমবাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে একাধিক বার বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আগ্রহ ও ভালোবাসার সর্বসমক্ষে প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতি তাঁর ভালবাসার কথাও জানিয়েছিলেন। এমনকী তাঁর নিজের পদবির পিছনেও রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস।

বাংলা সংস্কৃতির সঙ্গে তাঁর পরিচিতি বেশ পুরনো। বাংলা শেখার পাশাপাশি আগামী দিনে বাংলায় বই লেখারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাই তো আগেভাগে বাংলা ভাষাটাকে শিখে নিতে চাইছেন। আর ভাষা শেখার শুভ সূচনা করবেন সরস্বতী পুজোর দিন৷

You May Also Like