সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

0 min read

বিদেশি লগ্নি টানতে পূর্ব ঘোষনা মতোই, সম্প্রতি বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। যদিও রাজ্যে ফেরার পর থেকেই পায়ের চোট নিয়ে ঘর বন্দি তিনি৷ চিকিৎসকের পরামর্শে বাড়িতেই বিশ্রামে কাটিয়েছেন৷

তবে দুর্গাপুজোর কার্নিভালে তিনি থাকবেন রাস্তায়৷ যোগ দেবেন উৎসবে৷ নভেম্বর মাস পড়লেই হবে বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত থাকবেন দেশের ও রাজ্যের তামাম শিল্পপতিরা। আগামী নভেম্বর মাসের ২১ থেকে ২৩ তারিখ বিশ্ব বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) আসর বসবে রাজ্যে।

তার আগে নভেম্বরের গোড়াতেই রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয় সম্মেলনীর আয়োজন করা হচ্ছে। আগামী ৯ নভেম্বর এই সম্মেলনীর আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় সম্মেলনীর স্থান আলিপুরের মিউজিয়ামে। একইসঙ্গে শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানাবেন তিনি। সেখানে থাকবে বিশেষ নৈশভোজের ব্যবস্থাও৷

You May Also Like