নির্বাচনের আগে আচমকাই একসঙ্গে পদত্যাগ নিলেন গোটা মন্ত্রিসভা

1 min read

আগামী লোকসভা নির্বাচনের আগে বড়ো বদল এলো মন্ত্রীসভায়। একসাথে পদত্যাগ করলেন অনেকে। পদত্যাগ করল নবীন পট্টনায়েকের গোটা মন্ত্রিসভা। গোটা ক্য়াবিনেটের পাশাপাশি ইস্তফা দিয়েছেন ওডিশা বিধানসভার স্পিকারও। একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন তাঁরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী ও চাঙ্গা করতে নবীন পট্টনায়েকের বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২৯ মে তিন বছর পূর্ণ করেছে ওড়িশার বিজু জনতা দল সরকার। এরই মধ্যে নবীন পট্টনায়েক সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত। শনিবার একযোগে পদত্যাগ করলেন পট্টনায়েকের মন্ত্রিসভার ২০ সদস্য৷ ওডিশা রাজভবনে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা করেছেন তাঁরা। রাজনীতির কারবারিদের মতে, আসন্ন লোকসভা ভোটের আগে পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছেন নবীন পট্টনায়েক। আর সেই কারণেই মন্ত্রিসভায় এই রদবদল৷ সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেতে চলেছেন প্রদীপ অমত, লতিকা প্রধান, বদ্রীনারায়ণ পাত্র, অতনু সব্যসাচী নায়েক, বাসন্তী হেমব্রম, অশ্বিনী পাত্ররা।

এনিয়ে ওডিশায় পঞ্চম দফা ক্ষমতায় রয়েছে নবীন পট্টনায়েকের বিজেডি। এখনও সে রাজ্যে অপ্রতিরোধ্য বিজু জনতা দল৷ সদ্য সমাপ্ত উপনির্বাচনেও বড়সড় জয় পেয়েছে শাসক দল। ব্রজরাজনগর বিধানসভার উপ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেডি প্রার্থী অলোকা মোহান্তি৷ ৬৬ হাজার ১২২ ভোটে জয়লাভ করেছেন তিনি। দ্বিতীয় স্থানে কংগ্রেস আর তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। ২০১৯ সালের পর এই প্রথম রাজ্যে সবচেয়ে খারাপ ফল করেছে গেরুয়া শিবির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই জয় নিশ্চিত ভাবেই দলকে অক্সিজেন জুগিয়ে গেল।

You May Also Like