দোষীদের যোগ্য শাস্তির অনুরোধ দমকল মন্ত্রীর তরফে

1 min read

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও বহুজন।

এরই মধ্যে জানা যায়, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু-কে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এদিন মন্ত্রী বলেন, ‘কয়েকদিন ধরে দেখানো হচ্ছিল পুর নিয়োগ সংক্রান্ত মামলায় আমাকে সিবিআই নোটিশ পাঠিয়েছে। তবে আমি প্রথম থেকেই বলেছিলাম কোনও নোটিশ পাইনি। আমি সিবিআইয়ের তরফে কোনও নোটিশ পাইনি।”

তিনি সকলকে বলেন, “আমি আজ পর্যন্ত কোনও নোটিস পাইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু স্বার্থান্বেষী লোক আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেঁটানোর চেষ্টা করছে। ষড়যন্ত্রের নেপথ্যে কারা, তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।”

You May Also Like