ভাড়া বাড়ানো নিয়ে প্রথম ধাপ রাজ্যের তরফে

1 min read

বিগত বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে বাসের ভাড়া বাড়ানো নিয়ে। রাজ্য জুড়ে বহু সরকারি বাস পড়ে রয়েছে ডিপোতে। তাদের পুনরায় রাস্তায় নামানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। সে প্রেক্ষিতে বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১০০ টি বাস আগে এইভাবে চালানো হবে। পরে ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়বে।

আগামী দিনে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সরকারি বাস চালানো হবে, এমন পদক্ষেপ নেওয়ার কথাই চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আরও উঠে আসছে যে, সরকারি বাসের বেসরকারিকরণের প্রথম ধাপ কিনা। সূত্রে মারফৎ জানা গিয়েছে, আপাতত ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের কিছু বাস বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। প্রথমে ১০০ টি বাসের কথা ভাবা হলেও আগামী কয়েক মাসের মধ্যে ৪০০ টি বাস এইভাবে চালানো হতে পারে।

যদিও এক্ষেত্রে বাসের ভাড়া কত কী হবে তা নিয়ে দিশা এখনই পাওয়া যাচ্ছে না। অনেকেই মনে করছেন যে, সরকারি বাসের ভাড়া বেড়ে যাবে যদি তা বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণে চলে যায়। এদিকে আবার বাস মালিকরাও একাধিক শর্ত রেখেছে এই পিপিপি মডেলকে সামনে রেখে। বাস চালানোর দায়িত্ব থেকে শুরু করে, ড্রাইভার-কন্ডাক্টরদের বেতন বেসরকারি সংস্থাকে নিতে হবে বলে দাবি। তবে ভাড়া নিয়ে কে সিদ্ধান্ত নেবে তা সময় বলবে।

You May Also Like