না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন মন্ত্রী

0 min read

শোকের ছায়া নেমে এলো রাজনীতিতে। একজন বিশিষ্ট কাছের মানুষকে হারালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। প্রাক্তন আইপিএস তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং। বৃহস্পতিবার সকালে কলকাতায় মৃত্যু হয় তাঁর। নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এর পাশাপাশি ডায়ালিসিস চলছিল। পরশু দিন শ্বাস কষ্ট একটু বেশি হয় সেই কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ জীবন যুদ্ধের সেই লড়াই শেষ হল। সিঙুর – নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূলে যোগ দেন রচপাল সিং। ২০১১ সালে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সময়ে তারকেশ্বর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হন তিনি। ২০১৬ সালেও তিনি একই বিধানসভা থেকে জয়লাভ করেন। এর পর রাজ্যের পর্যটন ও পরিকল্পনা মন্ত্রী হন তিনি। পরে রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান নিযুক্ত হন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এলগিন রোডের গুরুদ্বারা নিয়ে যাওয়া হবে সেখান থেকে কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

You May Also Like